০৮/০৭/২০২০ ২০:২১:২৮

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o নদীগর্ভে সম্পূর্ণ বিলীনের পথে বাদুরতলা মাধ্যমিক বিদ্যালয় o ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত o জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি অসুস্থ o লঞ্চডুবির ঘটনায় ৩২ জনের মৃতদেহ উদ্ধার o অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছে বাসদ
আপনি আছেন : প্রচ্ছদ  >  সারা দেশ  >  করোনা রোগী জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস চালু সহ ৮ দফা দাবিতে কঠোর কর্মসূচি

করোনা রোগী জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস চালু সহ ৮ দফা দাবিতে কঠোর কর্মসূচি

পাবলিশড : ২৫/০৬/২০২০ ২১:২৯:০১ পিএম
করোনা রোগী  জন্য  এ্যাম্বুলেন্স সার্ভিস চালু সহ ৮ দফা   দাবিতে কঠোর কর্মসূচি

মজিবুর রহমান ::

বিনা পরীক্ষায়, বিনা অক্সিজেনে, বিনা চিকিৎসায় কোন মৃত্যু আমরা চাই না “এই শ্লোগান নিয়ে বরিশালে করোনা পরীক্ষা দীর্ঘসূত্রিতা ও হয়রানী বন্ধ, পিসিআর ল্যাব বাড়িয়ে প্রতিদিন কমপক্ষে ১০০০ টেস্ট, করোনা রোগী পরিবহনের জন্য বিশেষ এ্যাম্বুলেন্স সার্ভিস চালু সহ ৮ দফা দাবী বাস্তবায়নের দাবিতে নগরের প্রাণকেন্দ্র সদররোডে এক ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা আহবায়ক কমিটি। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যপি নগরের প্রাণকেন্দ্র জনবহুল সড়ক সদররোডের সড়ক পথ দুই প্রান্ত বন্ধ করে আষাঢ় মাসের প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে অবরোধ কর্মসূচি পালন করাসহ দাবী আদায়ের সমাবেশ করা হয়। সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে বরিশাল বাসদ জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী প্রশাসনের সকল দপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজকের এই সড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে বরিশালবাসীর দাবীগুলো দ্রুত পুরণ করা না হলে আগামীতে হরতাল পালন সহ কঠোর কর্মসূচি দিয়ে বরিশালসহ সারাদেশে ছড়িয়ে দেয়া হবে বলে বজ্র কন্ঠে জানান দেয়।
এ বিভাগের সর্বশেষ