০৭/০৮/২০২০ ২১:৩৯:৫৭

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের মহড়া o অসহায় মানুষের পাশে পথশিশু ফাউন্ডেশন o অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ o মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি o পেয়ারা বেচা-বিক্রির জন্য রয়েছে ভাসমান বাজার
আপনি আছেন : প্রচ্ছদ  >  জাতীয়  >  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

পাবলিশড : ১৪/০৩/২০২০ ২২:২২:০৩ পিএম আপডেট : ১৪/০৩/২০২০ ২২:২৮:৫৬ পিএম
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

রাজিবুল ইসলাম ::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৮টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘মুজিববর্ষের ঘোষণা- সর্বস্তরে বঙ্গবন্ধুর চেতনা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনাসভায় অংশগ্রহণ করবেন। সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুকে নিয়ে কবি খাদেমুল ইসলাম রচিত গানের এ্যালবাম বিনামূল্যে বিতরণ এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনাসভায় অংশগ্রহণ করবেন। সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার সংশ্লিষ্ট সকলকে কর্মসূচিতে যথা সময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করেছেন।
এ বিভাগের সর্বশেষ