১১/০৭/২০২০ ২০:১৭:৪২

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o করোনা মহামারি দুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন কর্মসূচি o স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু o নদীগর্ভে সম্পূর্ণ বিলীনের পথে বাদুরতলা মাধ্যমিক বিদ্যালয় o ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত o জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি অসুস্থ
আপনি আছেন : প্রচ্ছদ  >  সাহিত্য  >  ভবতরী গানগুলো মানুষের মানবিক গুণাবলি উজ্জীবিত

ভবতরী গানগুলো মানুষের মানবিক গুণাবলি উজ্জীবিত

পাবলিশড : ২০/০২/২০২০ ২১:০২:১৫ পিএম আপডেট : ২০/০২/২০২০ ২১:০৮:৪৬ পিএম
ভবতরী গানগুলো মানুষের মানবিক গুণাবলি উজ্জীবিত

মোঃ শাহজাহান ::

অমর একুশে বই মেলা সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ ফেব্রুয়ারি বিকেলে মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সদস্য গীতিকার ও সুরকার মোঃ শাহজাহান খান রচিত ইসলামী হামদ ও নাতে রাসূল (সাঃ) এবং ভক্তিমূলক গান সম্বলিত গ্রন্থ ‘ভবতরী’ এর মোড়ক উন্মোচন করেন, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এসময় সাবেক অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিনসহ দেশবরেণ্য কবি-সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাশেদ খান মেনন এমপি বলেন, মোঃ শাহজাহান খান রচিত বই ‘ভবতরী’-তে অন্তর্ভূক্ত গানগুলো মানুষের মানবিক গুণাবলি উজ্জীবিত করবে। মানবিক মূল্যবোধ উন্নয়নে এই বইয়ের প্রতিটি গান সহায়ক হিসেবে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তিনি বইটির ব্যাপক প্রচার, প্রসার কামনা করে আরো বলেন, বর্তমান সমাজে সর্বত্র নৈতিকতার অবক্ষয় হচ্ছে, ফলে এই বইটি এই সময়ের জন্য নৈতিকতা উন্নয়ন সংরক্ষণে অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে। উল্লেখ্য যে, গীতিকার মোঃ শাহজাহান খান বঙ্গবন্ধু গবেষণা পরিষদের একজন অন্যতম সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট রয়েছে। তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। শৈশব থেকে তিনি লেখালেখি করে আসছেন। ইতিপূর্বে তার আরো দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের বই মেলায় মোঃ শাহজাহান খানের ‘বঙ্গবন্ধু আমাদের গর্ব, আমাদের অহংকার’ শিরোনামে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ হতে গবেষণামূলক একটি বই প্রকাশিত হচ্ছে। তিনি অসংখ্য ইসলামিক গানের সুরকার ও গীতিকার হিসেবে ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন।