১৫/০৮/২০২০ ০৪:৩৪:১০

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের মহড়া o অসহায় মানুষের পাশে পথশিশু ফাউন্ডেশন o অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ o মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি o পেয়ারা বেচা-বিক্রির জন্য রয়েছে ভাসমান বাজার
আপনি আছেন : প্রচ্ছদ  >  সারা দেশ  >  নির্যাতনের শিকার গৃহবধূর শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন

নির্যাতনের শিকার গৃহবধূর শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন

পাবলিশড : ১৫/০২/২০২০ ২১:২৪:২১ পিএম আপডেট : ১৫/০২/২০২০ ২১:২৯:১৯ পিএম
নির্যাতনের শিকার গৃহবধূর শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন

মাতৃভূমির আলো ডেস্ক ::

নির্যাতনের শিকার গৃহবধূর স্বজনরা দাবি করেছেন, গৃহবধূর স্বামী তার বন্ধুকে বাসায় নিয়ে প্রথমে ধর্ষণ করে। এরপর মাথার চুল কেটে তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রতিবেশীরা জানান, বছর কয়েক ধরে ওই দম্পতি একমাত্র কন্যা সন্তানকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতো। শনিবার দুপুরে তারা চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ওই বাড়িতে গিয়ে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় বারান্দার মেঝেতে পড়ে আছে ওই গৃহবধূ। শনিবার দুপুরে পৌর এলাকার চকলোকমানে এই বর্বর নির্যাতনের ঘটনা ঘটে। শরীরে আগুন ধরে যাওয়ায় মেঝেতে গড়াগড়ি করে চিৎকার করছিল ওই নারী। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে তার স্বামী রফিকুল ও সঙ্গে থাকা যুবকটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নির্যাতনের শিকার গৃহবধূর মা জানান, বছর দশেক আগে রফিকুল ইসলামের সঙ্গে মেয়ের বিয়ে দেন তারা। বিয়ের পর থেকেই নানান অজুহাতে স্ত্রীর ওপর নিপীড়ন চালাতো সে। সর্বশেষ শনিবার রফিকুল তার এক বন্ধুকে নিয়ে বাসায় ঢুকে প্রথমে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করায়। পরে ধারালো ব্লেড দিয়ে তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে দেন দুজন। এরপর হাত-পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয় রফিকুল। শজিমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা হারুনুর রশীদ জানান, মাথার বেশ কিছু অংশের চুল মুড়িয়ে ফেলা অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন অংশ আগুনে দগ্ধ হয়েছে। তাকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিভাগের সর্বশেষ