০৬/০৬/২০২০ ২০:৩৯:৪৮

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o ফেরিঘাটে আটকেপড়া মানুষদের ফিরে আসার আহ্বান : বেনজীর আহমেদ o স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে o করোনা মোকাবিলায় মেডিক্যাল টিমসহ ১০০ সেনাসদস্য o করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী o করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর মতবিনিময়
আপনি আছেন : প্রচ্ছদ  >  সারা দেশ  >  ফকিরাপুল হতে ভারতীয় রুপিসহ তিনজন গ্রেফতার

ফকিরাপুল হতে ভারতীয় রুপিসহ তিনজন গ্রেফতার

পাবলিশড : ২৫/০৯/২০১৯ ২২:১৮:১৮ পিএম আপডেট : ২৫/০৯/২০১৯ ২২:৪৪:৪৯ পিএম
ফকিরাপুল হতে ভারতীয় রুপিসহ  তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

ফকিরাপুল হতে ৪৬ লক্ষাধিক ভারতীয় রুপিসহ তিনজনকে গ্রেফতার করেছে  পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ ইয়াকুব(৫৫), হাসান আহম্মেদ(৩৬) ও মোঃ রুবেল (৩৩)।

পল্টন মডেল থানা সূত্রে জানানো হয় ২৫ সেপ্টেম্বর, ২০১৯ বেলা সাড়ে তিনটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সংলগ্ন ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান পরিচালনা করে ৪৬ লক্ষ ৫৯ হাজার ভারতীয় রুপিসহ ওই তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত সিএনজিটিও জব্দ করেছে পুলিশ।

এক বার্তায় ডিএমপি জানায়, ওই দুটি লাগেজ একটি কার্গো বিমানে দুবাই থেকে সিলেটে এসেছিল। সিলেট থেকে লাগেজ দুটি এসএ পরিবহণে করে ঢাকায় পাঠানো হয়। পরে দুজন লাগেজ তুলতে আসলে তাদের আটক করা হয়।

 

এ বিভাগের সর্বশেষ