০৬/০৬/২০২০ ২০:১৪:২৩

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o ফেরিঘাটে আটকেপড়া মানুষদের ফিরে আসার আহ্বান : বেনজীর আহমেদ o স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে o করোনা মোকাবিলায় মেডিক্যাল টিমসহ ১০০ সেনাসদস্য o করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী o করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর মতবিনিময়
আপনি আছেন : প্রচ্ছদ  >  আন্তর্জাতিক  >  জনপ্রিয় নাম মুহাম্মদ! নরওয়েতে বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের সংখ্যা

জনপ্রিয় নাম মুহাম্মদ! নরওয়েতে বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের সংখ্যা

পাবলিশড : ২৯/০১/২০১৯ ১৭:৫৪:৩৬ পিএম
জনপ্রিয় নাম মুহাম্মদ! নরওয়েতে বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক ::

নরওয়ের রাজধানী অসলোতে সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। ২০০৮ থেকে গত ১১ বছর ধরে এই ধারা অব্যাহত রয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 
জানা গেছে, নরওয়ের রাজধানী অসলোতে অস্কার, আকসেল এবং জ্যাকব এ ধরনের নামকে টপকে মোহাম্মদ নামটি প্রথম হয়েছে। অন্যদিকে লুকাস, ফিলিপ ও অলিভারকে দেশব্যাপী ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 
মেয়েদের ক্ষেত্রে ইমা নামটি দেশব্যাপী শীর্ষস্থান দখল করেছে বলে জানা গেছে। 
প্রসঙ্গত, অসলোতে মুসলমানদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এখানে মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী।
সেখানে পাকিস্তান, সোমালিয়া, ইরাক ও মরক্কোর অভিবাসীরা একটি বৃহত্তম মুসলিম সম্প্রদায় তৈরি করেছে। 

এ বিভাগের সর্বশেষ