০৭/০৮/২০২০ ২১:৫৪:২৮

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের মহড়া o অসহায় মানুষের পাশে পথশিশু ফাউন্ডেশন o অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ o মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি o পেয়ারা বেচা-বিক্রির জন্য রয়েছে ভাসমান বাজার
আপনি আছেন : প্রচ্ছদ  >  আন্তর্জাতিক  >  বিয়ের অনুষ্ঠানে হোটেলের ছাদ ধসে নিহত ১৫

বিয়ের অনুষ্ঠানে হোটেলের ছাদ ধসে নিহত ১৫

পাবলিশড : ২৮/০১/২০১৯ ১৯:৪০:৫২ পিএম
বিয়ের অনুষ্ঠানে হোটেলের ছাদ ধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক ::

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে হোটেলের ছাদ ধসে ১৫ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর নিশ্চিত করেছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, রোববার আলহামব্রা নামের হোটেলটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে প্রায় শখানেক অতিথি উপস্থিত ছিলেন। হঠা ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। এতে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত হোটেলটি পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দেন শহরে অবস্থিত।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জর্জ চেভেজ জানান, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নাচগানের সময় আকস্মিকভাবে ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

এ বিভাগের সর্বশেষ