১১/০৭/২০২০ ২০:২১:১৪

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o করোনা মহামারি দুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন কর্মসূচি o স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু o নদীগর্ভে সম্পূর্ণ বিলীনের পথে বাদুরতলা মাধ্যমিক বিদ্যালয় o ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত o জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি অসুস্থ
আপনি আছেন : প্রচ্ছদ  >  আন্তর্জাতিক  >  ফিলিপাইনে গির্জায় জোড়া বোমা হামলায় নিহত ২১

ফিলিপাইনে গির্জায় জোড়া বোমা হামলায় নিহত ২১

পাবলিশড : ২৭/০১/২০১৯ ১৭:৫৩:২২ পিএম
ফিলিপাইনে গির্জায় জোড়া বোমা হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক ::

ফিলিপাইনের একটি দ্বীপে অবস্থিত গির্জায় জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার দক্ষিণ ফিলিপাইনের সুলু প্রদেশে এ বোমা হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জন সামরিক ও ১২ জন বেসারিক লোক রয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্সের।
সুলুর সামরিক মুখপাত্র অ্যাডগার্ড জানান, গির্জার লোকেরা যখন জোলো ক্যাথেড্রালের ভেতরে অবস্থান করছিল তখন প্রথম বিস্ফোরণটি ঘটে । এরপরই গাড়ি পার্কিংয়ের জায়গায় দ্বিতীয় বিস্ফোরণটি সংঘটিত হয়।

এ বিভাগের সর্বশেষ