৩০/০৫/২০২০ ১১:৫৩:০৩

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o ফেরিঘাটে আটকেপড়া মানুষদের ফিরে আসার আহ্বান : বেনজীর আহমেদ o স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে o করোনা মোকাবিলায় মেডিক্যাল টিমসহ ১০০ সেনাসদস্য o করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী o করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর মতবিনিময়
আপনি আছেন : প্রচ্ছদ  >  শিক্ষা  >  মায়ের কোলে চড়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী পাশ

মায়ের কোলে চড়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী পাশ

পাবলিশড : ২৫/০৯/২০১৮ ১৯:০৮:৪২ পিএম
মায়ের কোলে চড়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী পাশ

মাতৃভূমির আলো ডেস্ক ::

মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শারীরিক প্রতিবন্ধী ছেলেটি পাশ করেছে। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবির সেই ছেলেটির নাম হৃদয় সরকার। তিনি কলা অনুষদভুক্ত বি-ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছিল।

হৃদয় ভর্তি পরীক্ষায় ৩৭৪০ তম হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা থাকায় শুধু মেধায় পাশ করলেই ভর্তি হওয়ার সুযোগ থেকে যায়। তাই তিনি ঢাবিতে পড়ার সুযোগ পেতে পারেন। এমনটি আশা করা হচ্ছে।

হৃদয়ের বাড়ি নেত্রকোনায়। ছোটবেলা থেকেই  হাঁটতে পারেন না। এছাড়া তার হাতের সব আঙ্গুলও কাজ করে না। তাই তার মা তাকে কোলে করে নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে।

এ বিভাগের সর্বশেষ