০৭/০৬/২০২০ ০১:২৮:০৫

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o ফেরিঘাটে আটকেপড়া মানুষদের ফিরে আসার আহ্বান : বেনজীর আহমেদ o স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে o করোনা মোকাবিলায় মেডিক্যাল টিমসহ ১০০ সেনাসদস্য o করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী o করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর মতবিনিময়
আপনি আছেন : প্রচ্ছদ  >  আন্তর্জাতিক  >  ইরান সীমান্তে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ১৫৯

ইরান সীমান্তে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ১৫৯

পাবলিশড : ১৩/১১/২০১৭ ১১:১৩:২০ এএম
ইরান সীমান্তে ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ১৫৯

মাতৃভূমির আলো ডেস্ক ::

ইরান ও ইরাকের উত্তর সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। আহত হয়েছেন সহস্রাধিক। সেখানে উদ্ধারকাজ চলছে।
ইরানের স্থানীয় সময় রোববার রাত ৯টা ৫ মিনিট ৩৫ সেকেন্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর মূলকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩.৯ কিলোমিটার গভীরে।
ভূমকম্পটি মূল আঘাত হেনেছে ইরাকের আধা স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে। ওই অঞ্চলের সীমান্তে অবস্থিত ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়।
 আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এ ভূমিকম্পে সেদেশের কেরমানশাহ প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই প্রদেশে ১২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 'সারপোল জাহহাব' শহরে ৬৮ জন, 'কাসরে শিরিন' শহরে ৩৮ জন এবং কেরমানশাহ শহরে ২৩ জন প্রাণ হারিয়েছেন।
ওদিকে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সুলাইমানিয়া প্রদেশে কমপক্ষে ৩০ জন নিহত ও কয়েক শ’ মানুষ আহত হয়েছেন।

এ বিভাগের সর্বশেষ