০৭/০৬/২০২০ ০১:২৪:৫৮

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o ফেরিঘাটে আটকেপড়া মানুষদের ফিরে আসার আহ্বান : বেনজীর আহমেদ o স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে o করোনা মোকাবিলায় মেডিক্যাল টিমসহ ১০০ সেনাসদস্য o করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী o করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর মতবিনিময়
আপনি আছেন : প্রচ্ছদ  >  খেলাধুলা  >  আগামী ১৫ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

আগামী ১৫ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

পাবলিশড : ১০/১০/২০১৭ ১০:৫৩:০৯ এএম
আগামী ১৫ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

মাতৃভূমির আলো ডেস্ক ::

দক্ষিণ আফ্রিকা সফরে শুরুটা বাজেই হয়েছে বলতে হবে। দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই হেরেছে বিশাল ব্যবধানে। টেস্টের এই দুঃসহ স্মৃতিটা ভুলে ওয়ানডেতে নতুন শুরুর প্রতীক্ষা করছেব টাইগাররা। আগামী ১৫ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ হবে আগামী বৃহস্পতিবার।

টেস্টে অবশ্য বাংলাদেশকে লড়তে হয়েছে খর্ব শক্তির দল নিয়ে। মুশফিক তার দলে শুরু থেকেই দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অপরদিকে দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে ছিলেন না তামিমও। ওয়ানডের নেতৃত্বটা অবশ্য মাশরাফির কাঁধে| তাই তিনি প্রহর গুণছেন নতুন শুরুর। সাম্প্রতিক অতীতও পক্ষে থাকবে মাশরাফির। কারণ শেষ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

ইতোমধ্যে সাকিব, নাসির, সাইফুদ্দিনকে সঙ্গে নিযে যুক্ত হয়েছেন ওয়ানডে দলের সঙ্গে। তাই নব উদ্যমে নতুনভাবে এগুতে চায় বাংলাদেশ। সোমবার ম্যানগাউং ওভালে মাশরাফি, সাকিব, নাসির হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন প্রথমবারের মতো অনুশীলন করেন। সঙ্গে ছিলেন দ্বিতীয় টেস্টে বাদ পড়া অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের ওয়ানডে অধিনায়ক চলে এসেছে। চারজন নতুন খেলোয়াড় দলে যোগ দিয়েছে। আমার বিশ্বাস, আমরা ওয়ানডেতে অবশ্যই ভালো করব।’

 

এ বিভাগের সর্বশেষ