০৮/০৭/২০২০ ২০:৪২:৫৯

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o নদীগর্ভে সম্পূর্ণ বিলীনের পথে বাদুরতলা মাধ্যমিক বিদ্যালয় o ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত o জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি অসুস্থ o লঞ্চডুবির ঘটনায় ৩২ জনের মৃতদেহ উদ্ধার o অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছে বাসদ
আপনি আছেন : প্রচ্ছদ  >  মতামত  >  ওয়েজবোর্ড ঘোষণা ও ৫৭ ধারা বাতিলের দাবিতে সমাবেশ

ওয়েজবোর্ড ঘোষণা ও ৫৭ ধারা বাতিলের দাবিতে সমাবেশ

পাবলিশড : ৩০/০৭/২০১৭ ১৩:৪১:৫৩ পিএম
ওয়েজবোর্ড ঘোষণা ও ৫৭ ধারা বাতিলের দাবিতে সমাবেশ

মাতৃভূমির আলো ডেস্ক ::

নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বাতিলের দাবিতে আজ সচিবালয়ের সামনে কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।

সকাল ১১টায় সচিবালয় গেটের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃত্বে সাংবাদিকরা কর্মসূচি পালন করবেন বলে ডিইউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে।

সাংবাদিকরা সচিবালয়ের সামনে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মসূচি সফল করার জন্য বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছে। ঢাকার বাইরে প্রতিটি সাংবাদিক ইউনিয়ন বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের অফিসের সামনে একই কর্মসূচি পালন করবে বলে জানানো হয়।

এ বিভাগের সর্বশেষ